মনে রাখার মতো চরিত্র চাই March 9, 2025

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজ অর্জুনের চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলা ছবিতে নতুন হিরো, প্যান-ইন্ডিয়ায় বাংলা ছবির ভবিষ্যৎ, এমন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।

পুলিশ হোক কিংবা যে কোনও অ্যাকশন-ধর্মী চরিত্র, সবই কি খুব চ্যালেঞ্জিং এমন প্রশ্ন করা হলে জবাবে জিৎ বলেন, ‘একাগ্রতার অভাব হলে যে কোনও চরিত্র করার সময়ে সেটাকে চ্যালেঞ্জিং বলে মনে হতে পারে। এটা একান্তই আমার মতামত। অভিনেতা হিসেবে চরিত্রকে আগে বুঝে নিই। পরিচালক যে ভাবে চাইছেন, সেটা ফলো করি।’

তার কথায়, ‘মনের মধ্যে একটা খালি স্লেট নিয়ে যাই। পরিচালকের হাতে তুলে দিই সেই খালি স্লেটটি। তিনি যে ভাবে তাতে আঁকতে চান, সেই আঁকা অনুযায়ী চলতে শুরু করি। সিরিজের পরিচালক (দেবাত্মা ও তুষার) যে ভাবে অভিনয় করে দেখাতেন, সেটাই ফলো করার চেষ্টা করেছি।’

‘আমাদের বাংলা থেকে মুম্বাইয়ে অনেক তারকাই কাজ করছেন। আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি আগেই কাজ করেছেন। পরমব্রত, শাশ্বতও নিয়মিত কাজ করছেন মুম্বাইয়ে। দেখে খুব ভালো লাগছে। আরও অনেকে আছেন। লিস্ট লম্বা। আমার জন্য এটা ডেবিউ। আশা করছি আরও কাজ করব মুম্বাইয়ে।’

এরপর জিৎ বলেন, ‘আমার মনে হয়, ভালো গল্প দরকার। দায় একা হিরোর হতে পারে না। ভালো গল্প হলে, সেই ছবি হিরো দাঁড় করাতে পারেন, ভিলেনও। ছবিতে উল্লেখযোগ্য কমিক চরিত্র থাকলে, তিনিও ছবি দাঁড় করিয়ে দিতে পারেন। নারী চরিত্ররাও পারেন।’

তার ভাষ্য, ‘আসলে মনে রাখার মতো চরিত্র চাই। এটাই বিশ্বাস করি, ভালো গল্পের বিকল্প আগেও ছিল না, এখনও নেই। এমন অনেক ব্লকবাস্টার ছবি আছে, যার চরিত্রদের আমরা মনে রেখেছি। সেই চরিত্রের বলা কোনও একটি সংলাপ চিরস্মরণীয় হয়ে থেকেছে।’

এমআইকে