লালমনিরহাটে ভুট্টাখেত থেকে অজ্ঞাত এক নারীর (২৫) মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্বশান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গরুর ঘাস কাটতে গিয়ে স্থানীয় একজন শ্রমিক ভুট্টাখেতের আইলে মাথাবিহীন ওই নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের জানান। মুহূর্তে সেখানে হাজারো মানুষের সমাগম ঘটে। তবে মাথা না থাকায় পরিচয় শনাক্ত করতে পারেননি তারা। খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। আশপাশের ভুট্টা ও তামাকখেতসহ বিভিন্ন ফসলের মাঠে খোঁজ করেও মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ। ক্লু উদ্ধার ও ঘাতক শনাক্ত করতে থানা পুলিশের সঙ্গে গোয়েন্দা ও সিআইডি পুলিশও মাঠে কাজ করছে।
তারা আরও জানান, ওই নারীর পরনে সবুজ রংয়ের সেলোয়ার, কালো রংয়ের বোরকা ও স্কার্ভ। হিল জুতা পাশে পড়ে রয়েছে। মরদেহের পাশেই পড়ে রয়েছে পুরুষের এক জোড়া সেন্ডেল ও মানকি টুপি। ঘাতকরা ধারালো অস্ত্র দিয়ে মাথা কেটে নিয়ে যায় বলে ধারনা করছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাস্থলে উপস্থিত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, মাথা না থাকায় পরিচয় শনাক্ত করা কষ্টকর হচ্ছে। ধারনা করা হচ্ছে, বুধবার ভোররাতে ঘাতকরা তাকে গলা কেটে হত্যা করে মাথা নিয়ে পালিয়েছে। মাথা খুঁজতে ও মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।